Home » জাতীয় » গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

 

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে ম্যারাথন শুরু করে ৫ কিলোমিটার দূরবর্তী ঢাকাদক্ষিণ রোডের ধারাবহর এক মাইল এলাকায় গিয়ে শেষ হয়। বাংলাদেশ সিলেট সেনাবাহিনী সিলেট অঞ্চলের ১৭ পদাতিক ডিভিশন ও গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ম্যারাথনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ঢাকদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, এনাম আহমদ, ইউনুছ চৌধুরী, জাহেদ আহমদসহ গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাতে অংশ গ্রহণ করেন।r

0 Shares