গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের বন্যার্তদের সহযোগিতায় সার্বক্ষণিক তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
তিনি বৃহস্পতিবার উপজেলার সরকারি এমসি একাডেমিতে ৪০টি পরিবারের ১৫২ জন মধ্যে রান্না করা খাবার এবং শরীফগঞ্জ ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র গুলোতে ৩ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের শুকনো খাবার বিতরণ কালে তিনি বলেন, বন্যার্ত লোকজনের সীমাহীন কষ্টের সহযাত্রী হতে আমি আমার নিজ উদ্যোগে রান্না করা খাবার ও শুকনো খাবার নিয়ে আপনাদের পাশে এসেছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে এসে দুর্গত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে বন্যার্ত লোকজনের কষ্ট অনেকটাই লাগব হবে।
এসময় উপস্থিত ছিলেন,শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিন,আব্দুল কাদির মেম্বার, জমির উদ্দিন, আনসার কমান্ডার শায়েস্তা মিয়া, সায়েস্তা মিয়া, সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই এমাদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছানি, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, ছোটন মিয়া,অ াব্দুল মুকিত, আব্দুল শহিদ আব্দুল হাফিজ, আসবার আলী, শিপল, কয়েস আহমদ, সুজন আহমদ,কামরুল ইসলাম প্রমুখ।
এদিকে বৃস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোলাপগঞ্জ সরকারি এম.সি একাডেমী স্কুল ও কলেজে আশ্রয় নেয়া লোকজনের মধ্যে এমপি নুরুল ইসলাম নাহিদের পক্ষে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন। ইতিমধ্যে বন্যায় আক্রান্তদের সহায়তা করার জন্য সিলেটের জেলা প্রশাসক, গোলাপগঞ্জ ও বিয়ানী বাজার উপজেলা নির্বাহী অফিসারকে টেলিফোনে আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ।