Home » জাতীয় » গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫!

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫!

 

রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসময় আরও চার থেকে পাঁচজন আহত হন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় রূপনগর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর পল্লবী জোনের এডিসি শাহীন শাহ মাহমুদ বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই চারজন মারা যান। হাসপাতালে আরেকজন মৃত্যুবরণ করেন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো- রমজান (৮), নুপুর (৭), শাহীন (৯) ও ফারহানা (৬)। বাকি অজ্ঞাত (৭) একজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এছাড়া জান্নাত (২৫), জুবায়ের (৮), সাদেকুর (১০), নাহিদ (৭), জামিল (১৪), মরিয়ম (৮/৯), অজ্ঞাতপরিচয়ে (৩০) একজনসহ মোট ১৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে ১২ জন শিশু, একজন রিকশাচালক ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে আগুন লাগে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

নিউটার্ন.কম/RJ

78 Shares