চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
চকরিয়ায় নির্মাণাধীন পাকা দালান ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। লুট করে নিয়ে গেছে নির্মাণাধীন সামগ্রী। ২০মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজিয়ান গ্রামে ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় চকরিয়া পৌরসভা ৮নং ওর্য়াডের মাস্টার পাড়ার মোঃ জাকির হোসেনের স্ত্রী বিলকিছ সোলতানা (৩০) বাদী হয়ে চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতর ২২মার্চ’২১ মামলা নং সি.আর-৩৯৯/২০২১ দায়ের করেন। এতে বিবাদী করা হয়েছে; ফাসিয়াখালী হাজিয়ান, ১নং ওর্য়াডের আহমদ হোছন প্র: কালা বদার পুত্র নুরুচ্ছফা (৩৫), গিয়াস উদ্দিন(৩২), কফিল উদ্দিন(২৬), খুইল্যা মিয়ার পুত্র আজম খান(৪২) ও মৃত ফজল করিমের পুত্র কামাল উদ্দিন(৪৮) সহ অজ্ঞাত ২০/২৫জনকে। বাদী অভিযোগে জানান, তার স্বামী জাকির হোসেন চকরিয়ার হাজিয়ান মৌজার বিএস খতিয়ান নং- ৩৩৩, ৪৩৩, বি.এস দাগ নং- ৪৯, এর ১৯.৫ কড়া জমি রেজিষ্ট্রি মূলে ক্রয় করে একটি পাকা বাড়ি নির্মাণ করছেন। জীবিকা নির্বাহের তাগিদে স্বামী অন্য এলাকায় অবস্থান করায় এবং বিবাদীরা স্থিত জমির একই এলাকায় অবস্থান করায় বিবাদীরা পরস্পর দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় জমি জবর দখলে মেতে উঠে এবং ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এমনকি নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাই কাজেও ব্যঘাত সৃষ্টি করে। সর্বশেষ ২০মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা অবৈধ অস্ত্র-শস্ত্র সহকারে জমিতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন বিল্ডিং ঘরের ১৫ ফুট দেয়াল ভাংচুর করে ১ লক্ষ টাকার ক্ষতি করে। অভিযুক্তরা ছাদে বিছানো লোহার রড ১ টন মূল্য অনুমান ৭৫ হাজার টাকা, ৮০ বস্তা সিমেন্ট মূল্য ৩৫ হাজার টাকা, সেন্টারিং এর কাঠ অনুমান মূল্য ২০ হাজার টাকা,একটি পেড্রোলো মটর মূল্য ৭ হাজার টাকা লুটসহ অন্তত ২লাখ ৩৭হাজার টাকার ক্ষতি সাধন করে। অভিযুক্তরা বর্তমানেও তার স্বামীকে প্রাণে হত্যার হুমকি অব্যাহত রেখেছে। ভূক্তভোগি পরিবার আদালতসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা চেয়েছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে চকরিয়া থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।r