বক্তারা বলেন — ক্ষমতার পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য প্রয়োজন আদর্শিক পরিবর্তন
মোঃশরিফ হোসেন, নিজস্ব প্রতিবেদক,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দর থানার আই এ বি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ও ১১নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ নূর উদ্দিন দূরে অবস্থান করায় সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মুঠোফোনে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়; বরং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। আদর্শিক পরিবর্তনই জাতির কাঙ্ক্ষিত মুক্তির একমাত্র পথ। ইসলামী যুব আন্দোলনের কর্মীরাই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আবুল হাসনাত তানিম, সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান আল হাবীব এবং দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজম নূর।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক (জোন ১-এর জিম্মাদার) কারী আবু বকর বিন সিদ্দিক।
বক্তারা বলেন, ক্ষমতার পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য আদর্শিক পরিবর্তন অপরিহার্য। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে ইসলামী আদর্শে গঠিত নেতৃত্বের বিকল্প নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তি থেকে রাষ্ট্র—সব স্তরে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। ইসলামী যুব আন্দোলন সেই ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিচ্ছে।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের মধ্যে নৈতিকতা, সৎচরিত্র ও ত্যাগের মনোভাব গড়ে তুলতে হবে। ইসলামী যুব আন্দোলনের প্রতিটি কর্মী যেন আদর্শিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখে।
সভায় পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানা শাখার সভাপতি, সম্পাদক, দায়িত্বশীল এবং বিপুল সংখ্যক কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি এবং ইসলামী আন্দোলনের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Newturn24.com Latest News Portal