Home » জাতীয় » চট্টগ্রামে নিজ বাসায় দু’জনের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাসায় দু’জনের গলাকাটা লাশ উদ্ধার

 

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বুচুইক্যার কলোনী এলাকায় শাহ আলম ভবনের একটি বাসা থেকে দু’জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন: মো. আবু তাহের এবং তার ৪ বছরের শিশুকন্যা ফাতেমা। আবু তাহের পেশায় দিনমজুর ছিলেন।

তাদের দু’জনের গলাতেই আঘাতের চিহ্ন ছিল। ছুকিাঘাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়েছে। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল গেছেন।

শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে নিহতের ভাড়া বাসা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী জানান।

চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের ডিসি হামিদুল আলম জানান: হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী হাসিনা বেগমকে থানায় হেফাজতে নেয়া হয়েছে। বাবা ও তার শিশু কন্যার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্ত্রী জানিয়েছেন: তিনি সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী অন্য একটি বিল্ডিংয়ে গৃহকর্মীর কাজ সেরে বাসায় এসে দেখতে পান শিশুকন্যা ফাতেমাকে হত্যার পর স্বামী আবু তাহের নিজেই আত্মহত্যা করেছেন।

তবে পুলিশ বলছে, তার স্ত্রীর আচরণ রহস্যজনক।

নিউটার্ন.কম/AR

36 Shares