Home » সারাদেশ » চারণ কবি মুকলেছ উদ্দীনের পঞ্চম কবিতার বই প্রকাশ

চারণ কবি মুকলেছ উদ্দীনের পঞ্চম কবিতার বই প্রকাশ

 

নেত্রকোনা প্রতিনিধি :

প্রকাশিত হয়েছে চারণ কবি মুকলেছ উদ্দীনের
পঞ্চম কবিতার বই ‘রক্তে ঝড়া জুলাই ২০২৪
“আজ এখন সময় তোমার ন্যায্য অধিকার আদায়
করার ” শিরোনামে ” অধিকার” কাব্যগ্রন্থটি।

ঐকতান প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়েছে৷
এই বইটির প্রচ্ছদ করেছেন মাকসুদা মুন্নী, গ্রন্থস্বত্ব
করেছেন ইব্রাহিম হাসান (হৃদয়), প্রকাশক এ.কে এম
আনোয়ার উদ্দিন টুটুল,

। ঐকত্যান প্রকাশনীর এই বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।

৪৯টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।
বইটির বিষয়ে চারণ কবি মুখলেছ উদ্দিন বলেন
আমি চারণ কবি মুখলেস উদ্দীন, জুলাই -আগস্টে
প্রেক্ষাপটে বইটি রচনা করেছি,
২০২৪ এর জুলাই -আগস্ট মাস যেন কবিতার
পাতায় আবদ্ধ থাকে, সেই লক্ষ্যে বইটি রচনা করেছি, বইটিতে মীর মুগ্ধ, আবু সাঈদের ঘটনাবলী কবিতার
মাধ্যমে ফুটিয়ে তুলেছি৷ বইটি পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের একটি নিদর্শন হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি৷ বইটি নেত্রকোণার বিভিন্ন লাইব্রেরি ও জেলার বিভিন্ন উপজেলার লাইব্রেরিতে পাওয়া যাবে । এ ছাড়াও রকমারীতে পাওয়া যাবে৷
মোবাইলে অর্ডারের মাধ্যমে বইটি নেয়া যাবে
০১৭২৩৪৫৫৯১৮

0 Shares