Home » জাতীয় » চিটাগাং টু আনোয়ারা রোডে এম্বুল্যান্স গ্যাস সিলিন্ডার ব্লাস্ট!

চিটাগাং টু আনোয়ারা রোডে এম্বুল্যান্স গ্যাস সিলিন্ডার ব্লাস্ট!

 

আল মামুন চিটাগাং প্রতিনিধি
চিটাগাং টু আনোয়ারা রোডে এম্বুল্যান্স গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে
২ জন ঘটনাস্থলে মারা যায় এবং ৫ জন চিটাগাং মেডিকেলে ইমারজেন্সীতে ভর্তি করানো হয়েছে।

রোগী নিয়ে বাড়ির পথে রওনা দিছিলো পরিবারে ব্যক্তিরা কিন্তু আর ফেরা হলো না কারোরই!! অনাকাঙ্ক্ষিত ঘটনায় চিটাগাং টু আনোয়ারা রোডে এম্বুল্যান্স গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ২ জন ঘটনাস্থলে মারা যায় এবং ৫ জন চিটাগাং মেডিকেলে ইমারজেন্সীতে ভর্তি সবার অবস্থা সাংঘাতিক।

নিউটার্ন.কম/RJ

9 Shares