Home » আন্তর্জাতিক » চিতাবাঘকে হটিয়ে দিল ব্যাঙ, ভিডিও ভাইরাল

চিতাবাঘকে হটিয়ে দিল ব্যাঙ, ভিডিও ভাইরাল

 

নিউটার্ন ডেস্ক :

সবুজ রংয়ের ছোট একটি ব্যাঙের হুংকারে তার তুলনায় শতগুণ বড় ও শক্তিশালী চিতাবাঘের পিছু হটার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে।

বৃহস্পতিবার ভারতের বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা টুইটারে ওই ভিডিওটি শেয়ার করেন।

এরই মধ্যে সেটি ১১ হাজারের বেশি ব্যবহারকারী দেখেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

১৮ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতে একটি চিতাবাঘকে গাছের আড়ালে থাকা হালকা সবুজ রংয়ের ব্যাঙকে থাবা দিয়ে ধরতে চেষ্টা করতে দেখা যায়।

অসন্তুষ্ট ব্যাঙ বড় করে হা করে এর প্রতিবাদ জানায়। বার দুয়েক এমন হওয়ার পর ক্ষুব্ধ ব্যাঙ লাফ দিয়ে তেড়ে গেলে বাঘটি পিছিয়ে যায়।

ভিডিওতে এরপরও এক দফা ব্যাঙটিকে ধরার ব্যর্থ চেষ্টা করতে দেখা গেছে চিতাবাঘকে; না পেরে শেষমেষ রণে ক্ষান্ত দিয়ে সেখান থেকে সরেও আসতে হয় তাকে।

ভিডিওটি শেয়ার করে সুশান্ত লিখেছেন, “সময় বদলাচ্ছে। চিতাবাঘ আর ব্যাঙের অবিশ্বাস্য লড়াই। দেখুন কে জিতে।”

ভারতীয় এ বন কর্মকর্তার এ ভিডিও এরই মধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিও টুইটটি একের পর এক রিটুইট করে সেই সঙ্গে মজার মজার সব মন্তব্যও জুড়ে দিচ্ছেন ব্যবহারকারীরা।

বাঘটি কেন ব্যাঙটিকে ছেড়ে দিল, তা নিয়েই মাথাব্যথা বেশিরভাগের। অনেকে বলছেন, শিকারি বাঘটি সম্ভবত সেসময় খাওয়ার মুডে নয়, খেলার মুডে ছিল।

“সাইজ ডাজেন্ট ম্যাটার,” লিখেছেন নিতেশ নামের এক ব্যবহারকারী।

ভিনিত দেশপান্ডে নামে অন্য একজন লিখেছেন, বাঘটি সম্ভবত ব্যাঙটিকে বিষাক্ত মনে করেছে। এ কারণেই পিছু হটেছে।

আরেক ব্যবহারকারীর মতে, শিকার ধরার মতো যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়নি চিতাবাঘটি।

“দুনিয়ার নিয়মকানুন শিখছে বোধহয়, এ কারণেই সম্ভবত ব্যাঙ কী রকম তা বোঝার চেষ্টা করছিল,” বলেছেন তিনি।

23 Shares