Home » জাতীয় » চিলমারীর ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান স্থগিত

চিলমারীর ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান স্থগিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের মানুষের অষ্টমীর পূণ্য স্নান এবারের জন্য স্থগিত করেছে প্রশাসন।

প্রতি বছর ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর পূণ্য স্নানের জন্য প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমিনরহাটসহ দেশের বিভিন্ন স্থানের সনাতন হিন্দু সম্প্রদায়ের লাখ-লাখ পূণ্যার্থীর সমাগম ঘটে থাকে।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল হাটবাজার (পশুর হাটসহ), আবাসিক হোটেল, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, চায়ের দোকানে আড্ডাসহ জনসমাগম/ গণজমায়েত বন্ধের নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
তিনি আরো জানান,আগামী ১এপ্রিল অষ্টমীর স্নানের দিন ধার্য থাকলেও সনাতন হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সর্বসম্মত মতামত এবং সার্বিক দিক বিবেচনায় নিয়ে এবারের অষ্টমীর স্নান ও মেলা স্থগিত করা হয়েছে।

15 Shares