Home » আন্তর্জাতিক » চীনে নিহত ৩ উড়াল সেতু ধসে!

চীনে নিহত ৩ উড়াল সেতু ধসে!

 

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে একটি উড়াল সেতু ধসের ঘটনায় ৩ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার উক্সি শহরের মহাসড়কে ওই সেতুটি ধসে পড়ে।

সেতুটির ভাঙা অংশ নিচের তিনটি গাড়ির ওপর পড়লে দুটি গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অপর গাড়িটিতে কেউ ছিল না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ধসে পড়ার সময় উড়াল সেতুটি থেকে তিনটি গাড়ি ও দুটি ট্রাকও নিচে পড়ে যায়।

জিয়াংসুর শহর ও যোগাযোগ মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছে সিনহুয়া। রয়টার্স।

নিউটার্ন.কম/AR

37 Shares