Home » আন্তর্জাতিক » চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ৩৬

চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ৩৬

নিউটার্ন ডেস্ক
চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ৩৬ জন। দেশটির পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

চীনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়,বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল; ট্রাকে ছিল ৩ জন। দুর্ঘটনায় আহত ৩৬ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে শনিবার সকালে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে থেকে জানা গেছে, বাসের বাম পাশের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সূত্র : দ্য গার্ডিয়ান

0 Shares