সাগর চন্দ্র রায়, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা পৌরসভায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী চাল ও টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (২জুন) বিকেলে পৌরসভা কার্যালয়ে ৫৬৯ জন সুবিধাভোগীর মাঝে চাল ও ১৭১ জন সুবিধাভোগীর মাঝে ২০ কেজি চাল, নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়।
এ সময় জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় জলঢাকা পৌরসভার প্যানেল মেয়র রনজিৎ কুমার রায়, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অনেক খুশি।