Home » জাতীয় » জহির রায়হান পুত্র বিপুল রায়হান হাসপাতালে

জহির রায়হান পুত্র বিপুল রায়হান হাসপাতালে

নিউটার্ন ডেস্ক
নাট্যকার ও নির্মাতা বিপুল রায়হান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চলচ্চিত্রকার জহির রায়হানের বড় ছেলে। হাসপাতাল সূত্রে খবরটি জানা যায়। এছাড়া বিপুল রায়হানের মেয়ে ভাষা রায়হান ফেসবুকের এক পোস্টে লিখেছেন, বাবার অবস্থা সংকটাপন্ন এ মুহূর্তে। চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে রাখা হয়েছে তার বাবাকে। ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হন বিপুল রায়হান। সেই সময়ে তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদানও দিয়েছিলেন। ৫০টিরও বেশি নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন বিপুল রায়হান। এছাড়া তিনি ‘দেয়াল’ ও ‘জাগে আমার প্রাণ’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

0 Shares