Home » জাতীয় » জাতীয় নিরাপদ সড়ক দিবস র‌্যালি আলোচনা সভা পঞ্চগড়ে!

জাতীয় নিরাপদ সড়ক দিবস র‌্যালি আলোচনা সভা পঞ্চগড়ে!

 

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার অঙ্গীকারের মধ্যে নানা আয়োজনে পালিত হচছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে সরকারী উদ্যোগে দেশব্যাপী নেয়া হয় নানা কর্মসূচী

(জীবনের জন্য জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়)এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও বিআরটি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায়টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মানান্ন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামসহ মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সদস্য,বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

নিউটার্ন.কম/RJ

0 Shares