Home » জীবনধারা » জীবনে ভাবিনী পাকা ঘরে থাকব

জীবনে ভাবিনী পাকা ঘরে থাকব

বাদশা সেকেন্দার ভুট্টু, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

জীবনে অনেক কষ্ট করেছি, ঝড়-বাদলের পাশাপাশি ভয় ছিল সাপ-বিচ্ছুর। ভাসমান জীবনে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের উপহার এই বাড়ি অনেক বড় পরিচয়, অনেক বড় শক্তি।’ কথাগুলো বলছিলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামের তমিজার রহমান (৭১) ও স্ত্রী পরিতোন নেছা (৬৯)। সোমবার (৪ এপ্রিল) সংবাদকর্মিকে বলেন, তার বদলে যাওয়া জীবনের গল্প। নানা বঞ্চনার মধ্যে আশ্রায়ণের আলো তাদের জীবনে সুখের দোলা দিয়েছে বলে জানান তিনি। তমিজার রহমান বলেন, স্বপ্নেও ভাবিনি এত ভালো ঘর পাবো। নিজের নামে মাটি পাবো। ভাবতেই ভালো লাগছে, যে কষ্ট আমার জীবনে হয়েছে, আমার সন্তানদের তা হবে না। আমাকে যেভাবে কাঁদতে হয়েছে, আমার সন্তানদের আর সেভাবে কাঁদতে হবে না। এক ছেলে এবং এক মেয়ের বিয়ে হয়েছে। পরিতোন নেছা বলেন, এতজনের পরিবার চালাতে দিনমজুর স্বামীর আয় যথেষ্ট ছিল না। এছাড়া ঝড়বৃষ্টির ফলে জীবনের নিরাপত্তার শঙ্কা তো ছিলই।

0 Shares