Home » প্রধান খবর » জেনে নিন দ্রুত কাশি ভালো হওয়ার ঘরোয়া চিকিৎসা

জেনে নিন দ্রুত কাশি ভালো হওয়ার ঘরোয়া চিকিৎসা

বাইরে বের হলেই প্রচণ্ড গরম। ঘাম থেকে অনেকের কাশির সমস্যা হয়ে থাকে। দেখা যায় দিনভর খুক খুক করে কাশছেন? শরীর ব্যথা করছে? নাক বন্ধ হয়ে রয়েছে?

ঠাণ্ডা-কাশি খুবই যন্ত্রণার। এই সমস্যা থেকে মুক্তি পেতে আছে ঘরোয়া চিকিৎসা।

দ্রুত ঠাণ্ডা-কাশি উপশমে কিছু ঘরোয়া উপায়ও রয়েছে। তবে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি জানিয়েছে কীভাবে দ্রুত ঠাণ্ডা-কাশি ভালো হয়।

আসুন জেনে নেই দ্রুত কাশি ভালো হওয়ার ঘরোয়া চিকিৎসা।

আদা, লেবু ও মধুর চা

এক কাপ পানিতে চার থেকে পাঁচ টুকরো আদা পাঁচ মিনিট সিদ্ধ করুন।এরপর চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। এই আদার রস চায়ের মধ্যে এক টেবিল চামচ মধু ও সামান্য লেবুর রস মিশিয়ে খেতে পারেন। প্রতিদিন তিন থেকে চারবার এই চা পান করুন। দ্রুত কাশি ভালো হবে।

অ্যাপেল সিডার ভিনেগার ও মধু

দুই টেবিল চামচ অ্যাপেল সিডার ও ভিনেগার এক গ্লাস ও এক টেবিল চামচ মধু ভালোভাবে মেশান। দিনে অন্তত একবার পানীয়টি পান করুন।

ভিক্স মাখুন পায়ে

সামান্য ভিক্স আঙুলে নিয়ে পায়ের পাতায় ম্যাসাজ করে মোজা পরে রাতে ঘুমান। পর পর চার রাত এ পদ্ধতি অনুসরণ করুন।

নিউটার্ন.কম/AR

0 Shares