Home » জাতীয় » ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ সংবাদদাতা :
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রশিক্ষিত ইমামদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।r

0 Shares