ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করেন মসজিদের নিয়মিত মুসল্লী ও স্থানীয় ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ খাগড়াছড়ি ৬ষ্ঠ পৌর পরিষদ, নবনির্বাচিত পৌর ৭তম পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দারাজের নতুন ক্যাম্পেইন অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষসহ মুসল্লীরা অংশ গ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন, শফিউদ্দিন শফি, আব্দুল জলিল, সাদ আহম্মেদ, রনি আহম্মেদ, জাহাঙ্গীর হুজুর, হাজী মোদাচ্ছের হোসাইন, এনামুল কবির রানা, ছিদ্দিকুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ীরা। বক্তারা বলেন, কেন্দ্রীয় জামে মসজিদের ফোটন-তাহের কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। এর আগে তারা পদত্যাগ করেছে। তারপর ও তারা দ্বায়িত্ব ছাড়ছেন না। তাদের অব্যবস্থাপনার কারণে মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। উক্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ করেছেন তারা।