Home » ইতিহাস ঐতিহ্য » ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা
ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি :
আবহমান কাল থেকে কৃষকের হালচাষের অবিচ্ছেদ্য অংশ গরু। দেখলেই বোঝার উপায় নেই এই প্রাণীটিও হতে পারে মানুষের বিনোদনের একটি অংশ। প্রতিযোগিতা শুরুর আগেও দেখা যায় তার শান্ত স্বভাব। কিন্তু জোয়াল কাঁধে দেয়ার পর কর্তার হাতের ছোঁয়ায় যেন মুহুর্তে পাল্টে যায় চরিত্র। একে অপরকে পেছনে ফেলতে ছুটতে থাকে দ্রুত গতির বেগে। যা দেখে আনন্দিত হয় হাজার হাজার দর্শক।

আরও পড়ুন :

হোমনা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ফরম সংগ্রহ করলেন কামাল মিয়া

গরুর গাড়ির এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা দেখতে রোববার সকাল থেকে সন্ধা পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের মাঠে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলার কয়েক হাজার মানুষ উপস্থিত হন। গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাবের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

0 Shares