Home » জাতীয় » ট্যাংকলরী চাপায় মহিলা শ্রমিক নিহত

ট্যাংকলরী চাপায় মহিলা শ্রমিক নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বগুড়া নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর নামক স্থানে বৃহস্পতিবার বিকেলে ট্যাংকলরী চাপায় চায়না খাতুন (৩৬) নামে সড়কে কাজ করা এক শ্রমিক নিহত হয়েছে। জানা গেছে, মহাসড়কের কাজ করার সময় বিপরীত দিক থেকে ট্যাংকলরীর চাকায় পিষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্যাংকলরীকে আটক করা হয় যার নং ঢাকা মেট্টো-ড ১৪১৯৫৭। নিহতের বাড়ি নাটোর জেলার সিংড়া থানায়। সে মীর হাবিবুর আলমের ঠিকাদারিতে একজন শ্রমিক হিসেবে কাজ করতো।

6 Shares