Home » আন্তর্জাতিক » ডাকাত টাকা লুট না করে উল্টো চুমু দেয় উপহার!

ডাকাত টাকা লুট না করে উল্টো চুমু দেয় উপহার!

 

গত সপ্তাহে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ব্রাজিলের আমারান্তে শহরের একটি ফার্মেসিতে।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই ফার্মেসিতে ঢুকেছিল দুই সশস্ত্র ডাকাত। সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ফার্মেসির কর্মচারীকে অস্ত্রের মুখে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য করে হেলমেট পরা ডাকাতরা। একজন দ্রুত ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে নেয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন এক বৃদ্ধা ক্রেতা। ভয় পেয়ে তিনি পাশে দাঁড়ানো ডাকাতের হাতে নিজের টাকা তুলে দিতে চান। কিন্তু, আশ্চর্যজনকভাবে তাতে নিষেধ করে ওই ডাকাত। বরং, বৃদ্ধাকে আশ্বস্ত করতে হেলমেট তুলে কপালে চুমু এঁকে দেয় সে।

ফার্মেসির মালিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তারা ডাকাতির ঘোষণা দিয়ে আমার কর্মচারীকে সব টাকা-পয়সা তুলে দিতে বলে। পাশে থাকা ওই নারীও তার টাকা দিয়ে দিতে চাইলে তাতে বাধা দেয় এক ডাকাত। সে বৃদ্ধার কপালে চুমু দিয়ে বলে, আপনি শান্ত হন। আমি আপনার টাকা চাই না।

ডাকাতির পরপরই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। কিন্তু, ডাকাতদের শনাক্ত করার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। তারা ২৪০ ডলার ও কিছু মালামাল লুট করে পালিয়ে গেছে।

নিউটার্ন.কম/RJ

70 Shares