Home » অর্থনীতি » ডিবিএল সিরামিক্সের এক্সক্লুসিভ শো-রুম এখন রংপুরে
ডিবিএল সিরামিক্সের এক্সক্লুসিভ শো-রুম এখন রংপুরে

ডিবিএল সিরামিক্সের এক্সক্লুসিভ শো-রুম এখন রংপুরে

নিউটান, ডেস্ক:

রংপুরের ক্রেতাদের কাছে নিত্যনতুন এবং বিশ্বমানের টাইলস পৌঁছে দেয়ার অতুলনীয় প্রতিশ্রুতি এবং ভার্সেটাইল টাইলসের নান্দনিক অভিজ্ঞতা দিতে ডিবিএল সিরামিক্স এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করেছে।

সম্প্রতি রংপুরের বাড়ি-৩৯, সড়ক-০১, কোতয়ালি, গোমস্তাপাড়ায় এই শো-রুমের উদ্বোধন করেন ডিবিএল সিরামিক্সের জিএম-প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট মোহাম্মদ বায়েজিদ বাশার এবং হেড অব সেলস এম. আবু হাসিব রন। এসময় আরো উপস্থিত ছিলেন- ডিবিএল সিরামিক্সের রংপুরের এক্সক্লুসভি ডিস্ট্রিবিউটর প্রনয় বনিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুনঃ দুই লাখ টাকার বেশি কর হলে জুলাই থেকে ই-পেমেন্টে

পুঁজিবাজারে বড় দরপতন

অনুষ্ঠানে জানানো হয়, সময়ের পরিক্রমায় দেশের অন্যতম সেরা সিরামিক ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যেই ডিবিএল সিরামিকস লিমিটেড গ্রাহকদের আস্থা অর্জন করেছে।

উল্লেখ্য, বিভিন বিল্ডিং ও আর্কিটেকচারাল চাহিদা মেটাতে ২০১৭ সাল থেকে নান্দনিক ও প্রিমিয়াম মানের টাইলস উৎপাদন ও বাজারজাতকরণ করছে ডিবিএল সিরামিক্স।

 

নিউটার্ন২৪/Rp

0 Shares