Home » জাতীয় » ডিমলায় অটো-চালক সমবায় সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ

ডিমলায় অটো-চালক সমবায় সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ

 

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) : বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নীলফামারীর ডিমলা উপজেলায় “ডিমলা অটো-চালক সমবায় সমিতি লিমিটেড” এর উদ্যোগে গণসচেতনতা মূলক প্রচার-প্রচারণা ও বিনামূল্যে ৩ হাজার মাস্ক বিতরণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন ।
মাস্ক পরা নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মানাতে ব্যাপক গণ-সচেতনতা বৃদ্ধিতে প্রতিদিনের ন্যায়ে আজ ৩১ মার্চ উপজেলার বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট ও ওলি-গলিতে প্রচার মাইক দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে।
সেই সাথে সকল ব্যাটারি চালিত অটো চালক এবং অটোতে থাকা যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় ডিমলায় অটো-চালক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ইউসুব আলী, সাধারণ সম্পাদক মফিজার রহমান মোফা, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও সাংগঠনিক মোঃ শরিফ হোসেন প্রমুখ।
ডিমলায় অটো-চালক সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে গত সপ্তাহ ধরে এই কর্মসূচি। মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করায় সমিতির সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও সর্ব স্তরের সচেতনত ব্যক্তিবর্গ।
প্রতিদিন উপজেলার স্মৃতি অম্লান চত্বর শুটিবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর কাউশার মোড়, কোর্চ টার্মিনাল ও অটো-সিএনজিসহ বিভিন্ন যানবাহনে থাকা চালকদের মাঝে মাস্ক বিতরণ করার পাশাপাশি ৪০ বছর উর্ধে সকলকে করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ, অটোতে যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়টি তুলে ধরে প্রচারনা চালান।

0 Shares