Home » জাতীয় » ডিমলায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

ডিমলায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

বাদশা সেকেন্দার ভুট্টু, ডিমলা (নীলফামারী) :
ঘুমের ওষুধ কেনার সময় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে ১ জনকে আটক করেছে ডিমলা থানা পুলিশ। আটককৃত হলেন রংপুর জেলার কাউনিয়া থানার রাজিব শুটিবাড়ী গ্রামের আব্দুল আউয়াল এর ছেলে সাজু মিয়া (২৫)। জানা যায়, ৩০ মার্চ বিকালে ডিমলা কেয়ার বাজারে ওষুধের দোকানে একাধিক ঘুমের ট্যাবলেট চাওয়ায় দোকানকার না দিলে তখন নিজেকে ডিবির ম্যাজিস্ট্রেট পরিচয় দিলে ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লেলিনকে বিষয়টি অবগত করলে তাকে আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে এস.আই অনন্ত রায় সঙ্গীয় ফোর্সসহ থানায় নিয়ে আসে। অপর দিকে সাজু মিয়া গত ২৮ মার্চ জলঢাকা থেকে মোজাম্মেল হকের সিএনজি রিজার্ভ নিয়ে বড়খাতা যাওয়ার পর সুকৌশলে ৮ হাজার ৫শত টাকা হাতিয়ে নিয়ে ডিমলায় দেয়ার কথা বলে কোচ স্ট্যান্ড হতে পালিয়ে যায় বলে জানা যায়।

0 Shares