Home » জাতীয় » ডিমলায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

ডিমলায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

মোঃ বাদশা সেকেন্দার (ভুট্টু), ডিমলা:

ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ৩য় পুত্র মোঃ আব্দুল করিম (বাবু ) !

আরও পড়ুনঃ বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি সীমিত আকারে সচল

বেনাপোল পাঠাবাড়ী আশ্রমে সরস্বতী পূজা পালিত

গতকাল দুপুর আনুমানিক ১২.৪০ মিনিটে ডিমলা-টুনিরহাট সড়কের মাঝামাঝি “নাউয়ার দিঘী” নামক স্থানে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

0 Shares