Home » আন্তর্জাতিক » ‘ড্যান্স দিওয়ানে’ সিজন টু জিতলেন বিশাল শংকর

‘ড্যান্স দিওয়ানে’ সিজন টু জিতলেন বিশাল শংকর

নিউটার্ন ডেস্ক
শনিবার ঘোষণা করা হয়েছে ভারতের টেলিভিশন রিয়্যালিটি শো ‘ড্যান্স দিওয়ানে’ সিজন টু এর বিজয়ীর নাম। বিশাল শংকর জিতে নিয়েছেন সেরার খেতাব। ১৫ লাখ রুপি নিয়ে বাড়ি ফিরেছেন বিশাল।

জমশেদপুরের ছেলে বিশাল সবচাইতে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২৩ বছর বয়সী এই প্রতিযোগী শুরুর থেকেই বিচারকদের মন জিতে নিয়েছিলেন এবং বেশি ভোট পেয়ে আসছিলেন।

‘ড্যান্স দিওয়ানে’ সিজন টু এর বিচারক ছিলেন মাধুরী দীক্ষিত, শশাঙ্ক খইতান এবং তুষার কালিয়া।

বিশাল তার শহরে খাবার ডেলিভারি দেয়ার কাজ করে। কম বয়সে বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে তাকে। শো’তে বিশাল তার অসুস্থ মায়ের কথা জানায়। বিশালের সামনে এগিয়ে যাওয়ার স্পৃহা মুগ্ধ করে বিচারকদের।

5 Shares