Home » জাতীয় » ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উপলক্ষে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উপলক্ষে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলার মাঠে আজ ১৫ এপ্রিল মঙ্গলবারদিনব্যাপি ঈদ পুনমিলনী, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে মেলা ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বেলা ১১টায় আনন্দ র্যা লি বের হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকতর্কা কর্মচারিবৃন্দ । এরপর দুপুর ১২টায় ইউনির্ভাসিটির কালচারাল ক্লাবের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনির্ভাসিটির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা. মুহম্মাদ শহীদুল কাদির পাটোয়ারী, সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক সেলিম ভূইয়া, অধ্যাপক গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান ও প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন প্রমুখ।
আবহমান বাংলার বৈচিত্রময় পণ্য নিয়ে মেলায় ৮৭টি স্টল অংশগ্রহণ করে। নবগঠিত কালচারাল ক্লাবের শিল্পীরা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করে। এরপর বিকেল সাড়ে ৫টায় পরিবেশন করে ব্যান্ডদল শিরোনামহীন তাদের ব্যান্ড সঙ্গীত।

-প্রেস বিজ্ঞপ্তি

0 Shares