Home » আন্তর্জাতিক » তাইওয়ানে সেতু ধসে নিহত ৪

তাইওয়ানে সেতু ধসে নিহত ৪

 

নিউটার্ন ডেস্ক

তাইওয়ানের সুয়াও বন্দর শহরে নদী সেতু ধসের ঘটনায় এ পর্যন্ত চার জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার একটি তেলবাহী ট্যাংকার পার হওয়ার সময় সেতুটি ধসে পড়ে । এ সময় নোঙর করে থাকা বেশ কয়েকটি মাছ ধরা নৌকা থেতলে যায়।

এতে অন্তত ১২ জন আহত হন। তাদের মধ্যে ছয় জনের আঘাত গুরুতর। এদের অধিকাংশই ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স থেকে আসা জেলে।

থেতলে যাওয়া নৌকাগুলোতে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের খোঁজে উদ্ধারকারীরা বুধবারও তল্লাশি অব্যাহত রেখেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

কয়েকশত উদ্ধারকারীর সঙ্গে বেশ কয়েকজন ডুবুরিও যোগ দিয়েছেন। এ কাজে ক্রেন ও খননযন্ত্রও ব্যবহার করা হচ্ছে।

এক বিবৃতিতে তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত বিদেশি এক জেলের লাশ উদ্ধার করা গেছে, নিখোঁজ আরও দুই বিদেশি জেলের খোঁজে তল্লাশি চলছে।

সেতু ধসে পড়ার স্থান থেকে আরেকটি লাশ উদ্ধার হয়। নিখোঁজ জেলেদের খোঁজে ধ্বংসস্তূপে নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা।

10 Shares