Home » অর্থনীতি » ‘তারা’র সঙ্গে যুক্ত হলো ‘নিবেদিতা’

‘তারা’র সঙ্গে যুক্ত হলো ‘নিবেদিতা’

নিউটার্ন ডেস্ক

নারীদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ ব্যাংকিং ব্যবস্থা ‘তারা’র সঙ্গে এখন থেকে কাজ করবে নারী উদ্যোক্তাদের সংগঠন ’নিবেদিতা’।

আজ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সম্প্রতি কুমিল্লা কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বিএআরডি) নিবেদিতা উইমেন এন্ট্রেপ্রেনারস সামিটে ‘তারা’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

তিন শতাধিক নারী উদ্যোক্তা ওই সম্মেলনে অংশ নেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, সম্মেলনে নারীদেরকে ব্যবসায় এবং নেটওয়ার্কিং ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসায়ের প্রসারের নানা রকম পরামর্শ দেওয়া হয়।
ব্র্যাক ব্যাংক ‘তারা’ উদ্যোগের মাধ্যমে ‘নিবেদিতার’ উদ্যোক্তা সদস্যের জন্য ভবিষ্যতেও সেশন পরিচালনা করবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

8 Shares