সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
তাহিরপুরে নারীর এগিয়ে চলা, বাধা ও উত্তরণের উপায় শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে তরুণ নারীনেতা ও এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)’র আয়োজনে এবং নরীর এগিয়ে চলা প্রকল্পের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান। তরুণ নারীনেতা মালবিকা আজিমের সভাপতিত্বে ও তীব্রতা হাজং এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুদ্দিন খান, সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল, নারীর এগিয়ে চলা প্রকল্পের সমন্বয়কারী কে.এ. জাহান রুমি, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, শওকত হাসান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন, নরীর এগিয়ে চলা প্রকল্পের সহ-প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, প্রকল্প কর্মকর্তা (কর্মসূচি) তন্বী সোম, প্রকল্প কর্মকর্তা (পরীবিক্ষণ, মূল্যায়ন, শিখন) ফাতেমাতুজ জোবাইদা, এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)’র উপজেলা সমন্বয়কারী ফয়সল আহমদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও তরুণ নারীনেত্রী বৃন্দ।
