Home » জাতীয় » তিরনই হাট ইউনিয়নের নৌকার মাঝি হতে চান তহিদুল হক, শো ডাউন

তিরনই হাট ইউনিয়নের নৌকার মাঝি হতে চান তহিদুল হক, শো ডাউন

 

নিউটার্ন ডেস্ক :
ইউপি নির্বাচনে লড়তে প্রস্তুতি নিচ্ছেন তহিদুল হক।তারই অংশ হসেবর গতকাল শো ডাউন করেছেন । এতে এলাকার জনগণ অংশ নেন ।

তেঁতুলিয়ার ২ নং তিরনই হাট ইউনিয়নের নৌকার মাঝি হতে চান তহিদুল হক। ছাত্র জীবনের শুরু থেকে তিনি রাজনীতির সাথে সংযুক্ত ১৯৭৩-১৯৭৪ সালে মকবুলার রহমান সরকারি কলেজে ছাত্রলীগ কর্মি ছিলেন।১৯৮৩ সাল থেকে ২০০২ পর্যন্ত টানা ১৯ বছর সাধারণ সম্পাদক ছিলেন ২ নং তিরনই হাট ইউনিয়নের।

আরও পড়ুন :

তিরনই হাট ইউনিয়নের নৌকার মাঝি হতে চান তহিদুল হক

সুনামগঞ্জে জলমহাল পুন:খনন এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সদস্য ছিলেন উপজেলা আওয়ামী লীগের।২০১১থেকে ২০২০ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। এবং তিনি আহ্বায়ক ছিলেন অ্যাডহক কমিটির শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের ।আরো আহ্বায়ক ছিলেন অ্যাডহক কমিটি ফকির পাড়া হাই স্কুল। 2015 সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি সভাপতি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।এবং একই সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন।

 

0 Shares