Home » বিজ্ঞান ও প্রযুক্তি » তৃতীয় প্রান্তিকে মুনাফার ধারাবাহিকতা ধরে রেখেছে রবি

তৃতীয় প্রান্তিকে মুনাফার ধারাবাহিকতা ধরে রেখেছে রবি

 

ঢাকা, :দেশের সামষ্টিক অর্থনীতিতে নানা চ্যালেঞ্জের মধ্যেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ২৪২.৩কোটি টাকা কর-পরবর্তী মুনাফা (পিএটি) অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি।

অর্থনৈতিক স্থবিরতার এই পরিস্থিতিতে মুনাফার ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে রবি তার দক্ষ ব্যবস্থাপনার প্রমাণ দিল আরেকবার।

আজ (সোমবার) ২০২৫সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে রবি আজিয়াটা পিএলসি।প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবির মোট রাজস্ব আয় হয়েছে২,৫১১.৪কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ১.৭শতাংশ কম।তবে ২০২৪সালের একই প্রান্তিকের তুলনায় মোট আয় বেড়েছে১.৫শতাংশ।যদিও কর-পরবর্তী মুনাফা (পিএটি) আগের প্রান্তিকের তুলনায় ৫.৯শতাংশ কমেছে, তবে গত বছরের একই সময়ের তুলনায় এই মুনাফা বেড়েছে২৮.৪শতাংশ, যা বছরের মধ্যে রবির ধারাবাহিক অগ্রগতিকে নির্দেশ করে।

 

ফলাফলসম্পর্কেমন্তব্যকরতেগিয়েরবিরব্যবস্থাপনাপরিচালকওপ্রধাননির্বাহীকর্মকর্তা (সিইও) জিয়াদসাতারাবলেন, “তুলনামূলকভাবেঅর্থনৈতিকঅবস্থাভালোথাকায়রবিরদ্বিতীয়প্রান্তিকেরআর্থিকফলাফলতৃতীয়প্রান্তিকেরফলাফলথেকেভালোছিল।তাছাড়া, দীর্ঘায়িতবর্ষাকালগ্রাহকদেরটেলিকমসেবাগ্রহণেখরচেরওপরপ্রভাবফেলেছে।তবেআমাদেরব্যয়ব্যবস্থাপনাপ্রোগ্রামেবেশভালোঅগ্রগতিহয়েছে, যাআমাদেরটেকসইপ্রবৃদ্ধিতেভূমিকারাখছে।এনিয়েআমরাসন্তুষ্টএবংভবিষ্যতেরগতিপথনিয়েওআত্মবিশ্বাসী।”

২০২৫সালেরতৃতীয়প্রান্তিকশেষেরবিরআয়কর, অবচয়ওঅবচয়নবাদেমুনাফা (ইবিআইটিডিএ) দাঁড়িয়েছে১,২৯৩.১কোটিটাকা, ৫১.৫শতাংশমার্জিনসহ।আগেরপ্রান্তিকেরতুলনায়এইমুনাফা৪শতাংশকমেছেএবংগতবছরেরতৃতীয়প্রান্তিকেরতুলনায়৩.৫শতাংশকমেছে।তবেতৃতীয়প্রান্তিকেকর-পরবর্তীমুনাফায় (পিএটি) আগেরবছরেরএকইপ্রান্তিকেরতুলনায়২৮.৪শতাংশপ্রবৃদ্ধিঅর্জনকরতেপেরেছেরবি।

রবিচলতিবছরেরতৃতীয়প্রান্তিকেসরকারেরকোষাগারে১,৩৮২.৭কোটিটাকাজমাদিয়েছে, যাতাদেরওইপ্রান্তিকেরমোটআয়ের৫৫শতাংশ।তৃতীয়প্রান্তিকেকোম্পানিরমূলধনিবিনিয়োগছিল৩১৪.৯কোটিটাকা।শেয়ারপ্রতিআয় (ইপিএস) হয়েছে০.৪৬টাকা।আগেরপ্রান্তিকেরতুলনায়ইপিএস৫.৯শতাংশকমেছে।তবেএটিআগেরবছরেরএকইসময়েরতুলনায়বেড়েছে২৮.৪শতাংশ।

এবছরতৃতীয়প্রান্তিকশেষেরবিরসক্রিয়গ্রাহকসংখ্যাদাঁড়িয়েছে৫কোটি৭৫লাখ, যাআগেরপ্রান্তিকেরতুলনায়১লাখবেশি।এইপ্রান্তিকেডেটাগ্রাহকেরসংখ্যাবেড়েছে৭লাখ।মোটডেটাগ্রাহকেরসংখ্যাপৌঁছেছে৪কোটি৪৮লাখে।একইসঙ্গে১১লাখনতুনফোরজিগ্রাহকযুক্তহওয়ায়মোটফোরজিগ্রাহকসংখ্যাদাঁড়িয়েছে৩কোটি৯৬লাখ।

তৃতীয়প্রান্তিকশেষেরবিরমোটগ্রাহকের৭৭.৯শতাংশছিলেনডেটাগ্রাহকএবং৬৯শতাংশছিলেনফোরজিগ্রাহক।এহারদেশেরটেলিকমকোম্পানিগুলোরমধ্যেসর্বোচ্চ।এইপ্রান্তিকশেষেরবিরফোরজিসাইটেরসংখ্যাছিলপ্রায়১৮,৫০০টি, যারমাধ্যমে৯৮.৯৮শতাংশমানুষফোরজিকভারেজেরআওতায়এসেছে।

রবিআজিয়াটাধারাবাহিকপ্রবৃদ্ধিওউদ্ভাবনেরজন্যএকটিশক্তিশালীভিত্তিগড়েতোলাঅব্যাহতরেখেছে।সেইসঙ্গেপ্রতিষ্ঠানটিগতিশীলবাজারপরিস্থিতিরসঙ্গেকার্যকরভাবেখাপখাইয়েনিচ্ছেএবংটেলিকমখাতেতারনেতৃত্বকেআরওএগিয়েনিয়েযাচ্ছে।

-প্রেস রিলিজ

0 Shares