তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) তেঁতুলিয়ার বাস্তবায়নে বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। আজ সোমবার সকালে বিদ্যালয়ে সভাপতি তাহামিদুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৭৩ লাখ ৫১ হাজার টাকা কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মজাহারুল হক প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোছা. শিরীন বানু। সহকারি শিক্ষক মনিরুজ্জামান বিপুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী মন্ডল, ইউপি চেয়াম্যান রফিকুল ইসলাম, ঠিকাদার মাসুদ করিম সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক দানিয়েল হোসাইন প্রমুখ। পরে তিনি উপজেলায় প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আরো পাচঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।r
