Home » সারাদেশ » তেঁতুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গণমিছিল বিক্ষোভ সমাবেশ

তেঁতুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গণমিছিল বিক্ষোভ সমাবেশ

 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তেঁতুলিয়ায় শিক্ষার্থীরা গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার সকাল থেকে চৌরাস্তাবাজারের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ঐতিহাসিক তেঁতুলতলায় শিক্ষার্থীরা নানা রকম প্লাকাট ও ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকে। সড়কের বিপরীত পাশে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মি অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সমন্বয়কদের বিক্ষোভ মিছিল না করতে ভয়ভীতি প্রদর্শন করে। এসময় তেঁতুলিয়া মডেল থানা অফিসারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে উপস্থিত হলে থমথমে পরিস্থিতির একপর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা বিক্ষোভ গণমিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের দিকে অগ্রসর হয়। এসময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সংহতি প্রকাশ করে অভিভাবক, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক সহ নানা পেশার শতাধিক মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন। শিক্ষার্থীরা এক দফা দাবি তোলে সরকারের বিরুদ্ধে নানামুখি শ্লোগান দেন। গণবিক্ষোভ মিছিলটি চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সড়কের উপর বসে শান্তিপূর্ভ বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশের শুরুতে চলমান আন্দোলনে নিহতেদর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সাধারণ ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুক্তার, সবুজ, শেরে বাংলা কলেজের রিফাত, কলেজের শিক্ষার্থী মুসা, হযরত, নার্সিং কলেজের শিক্ষার্থী ফাতেমা ও শিক্ষক সোহেল রানা প্রমুখ। শিক্ষার্থীরা গণসংগীত পরিবেশ করে আন্দোলনকারীদের উজ্জিবিত করেন। সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কর্মসূচি চলে। এসময় তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে উভয় পাশেই যানচলাচল বন্ধ হয়ে যায়। সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণার পর তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে কোন যাত্রীবাহি মিনিবাস চলাচল করেনি এবং ঢাকাগামী দূরপ্লার কোন কোচ ছেড়ে যায়নি।

0 Shares