Home » সারাদেশ » তেঁতুলিয়ায় ভিটামিন এ এডভোকেসি সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ভিটামিন এ এডভোকেসি সভা অনুষ্ঠিত

 

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
তেঁতুলিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাপসুলের ক্যাম্পেইনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খয়রুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক জয়শ্রী রায়, উপজেলা স্বাস্থ্য স্যানেটারী ইন্সপেক্টর ফেরদৌসি বেগম, উপজেলা স্বাস্থ্য এইচ আই জমির উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ভারপ্রাপ্ত এমটিইপিআই আজিজার রহমান, উপজেলা স্বাস্থ্য পরিসংখ্যান কিসমেতারা জাহান ও সাংবাদিকবৃন্দ ।

ডাঃ শাকিল আহম্মেদ জানান, রাতকানা রোগ থেকে মুক্তির লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর জন্য অতি জরুরি একটি ভিটামিন। ভিটামিন এ প্লাস এর অভাবে দৃষ্টিশক্তি হারায়। তিনি আরো জানান শতভাগ শিশুর দৃষ্টিশক্তি সঠিক এবং রাতকানা রোগ মুক্ত করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার উপজেলার ৭টি ইউনিয়নে ১৬৮ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলায় ১থেকে৫ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৫ হাজার ৭শত জন,১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২০ হাজার ৫শ জন।

0 Shares