Home » সারাদেশ » দিনাজপুরের খানসামায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

দিনাজপুরের খানসামায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

দিনাজপুর থেকে ওয়াহেদুর রহমান : দিনাজপুরে খানসামা উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৫ আগস্ট শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মারুফ হাসান, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও দোয়া কামনা করা হয়।

0 Shares