Home » জাতীয় » দিনাজপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুরে জেলা প্রশাসকের সাথে
সাংবাদিকদের মতবিনিময়
ওয়াহেদুর রহমান, দিনাজপুরঃ : দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, দিনাজপুর জেলা শহরের বিভিন্ন সমস্যা আপনাদের মাধ্যমে জানলাম। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। দিনাজপুরকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করার লক্ষ্যে বাইপাস সড়ক, ফুটপাত লেন তৈরি ও যানজট নিরসনের জন্য আমার অভিজ্ঞতা কাজে লাগাবো। আমি দিনাজপুরবাসীর জেলা প্রশাসক হিসেবে কাজ করতে চাই। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন। ১৬ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সানিউল ফেরদৌস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লুলু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক সাদাকাত আলী খান, সাংবাদিক মোঃ ওয়াহেদুর রহমান, বিপুল সরকার সানি, এমদাদুল হক মিলন, সুলতান মাহমুদ, নুর ইসলাম, রাজিউর রহমান রাজু, মোঃ আব্দুস সাত্তার, কামারুজ্জামান, মোঃ মনসুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।r

0 Shares