Home » Uncategorized » দিনাজপুরে দিনব্যাপী সিপিবি’র রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে দিনব্যাপী সিপিবি’র রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা

মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর :
দিনাজপুরে সিপিবি’র উদ্দোগে দিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্শ্ববর্তী চার জেলার নেতাকর্মিদের অংশগ্রহণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দিনাজপুর জেলা কমিটি এই কর্মশালা আয়োজন করে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অধ্যাপক এম এম আকাশ। এ সময়় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, কমরেড আশরাফুল আলম, জাতীয়় পরিষদ সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন, ঠাকুরগাঁ জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী, নীলফামারী জেলা কমিটির সভাপতি আতাউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবি দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড এস এম নুরুজ্জামান। এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায়় দিনাজপুর ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার কয়েক শতাধিক দলীয় রাজনৈতিক নেতাকর্মি অংশগ্রহণ করেন। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সার্বিক সহযোগিতায়় ছিলেন সিপিবির দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী। এর আগে তারা দ্রব্যমূল্য কমানোর দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

0 Shares