সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলজ্ঞ ইউনিয়নের হাতিয়া গ্রামে সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির পর একজন নিহত হয়েছেন। নিহতের নাম আবু সাঈদ(২৯)। এ সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে । সন্দেহভাজন সন্ত্রাসীকেও আটক করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৩ জুন) দুপুরে ১৭ পদাতিক ডিভিশনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিয়ায় রবিবার রাতে অভিযান চলাকালে একটি একনলা বন্দুক, চারটি পাইপগান, সাতটি রামদা, নয়টি বল্লম, ছয়টি বুলেটপ্রুুফ জ্যাকেট, একটি তাজা বুলেট ও একটি ফায়ারকৃত ব্ল্যাংক কার্টিজ জব্দ করা হয়েছে। এ সময় সন্দেহভাজন তাজ উদ্দিন, আমির উদ্দিন, ইরন মিয়া ও জমির মিয়াকে আটক করে যৌথবাহিনী। তাদের জবানবন্দির ভিত্তিতে জানা যায়, ঘটনাস্থলে পাওয়া মৃতদেহের ব্যক্তি অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে।এর আগে, গত ২০ জুন দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান একরার হোসেনের সমর্থকদের সঙ্গে বিএনপি সভাপতি আতিকুর রহমানের লোকজনের গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। সেনাবাহিনীর তথ্যমতে, একরারের বাহিনী নিয়মিত অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ জুন সেনাবাহিনীর একটি টহল দল হাতিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় একরারের অনুসারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থলে আবু সাঈদ (৩১) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়, যিনি স্থানীয় তারাপাশা গ্রামের বাসিন্দা এবং পেশায় স্যানেটারী মিস্ত্রি ছিলেন। তিনি গ্রামে একটি পানির ট্যাংকির কাজ করছিলেন বলে জানা গেছে। এসময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতভর অভিযানের পর সোমবার সকাল ৯টায় অভিযান শেষ হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, হাতিয়াগ্রামে গুলাগুলির পর যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। তখন সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। তবে ওই ব্যক্তি জগন্নাথপুরের বাসিন্দা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
