নিউটার্ন ,ডেস্ক : রাজধানীর কলাবাগানে ‘ও লেভেল’-এ পড়ুয়া শিক্ষার্থী আনুশকাকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার দ্রুত বিচারসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মাস্টারমাইন্ড স্কুলের বাইরের রাস্তায় এই সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ মহিলা পরিষদ, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও হত্যার শিকার আনুশকার সহপাঠীরা। এসময় দিহানের সহযোগীদের নাম-পরিচয় প্রকাশ করার দাবিও জানানো হয়।
আরও পড়ুনঃ
ঝিনাইদহে রাইচ প্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপনের উদ্ভোধন
জমজমাট উৎসবের মধ্য দিয়ে অপো রেনো৫-এর ফার্স্ট সেল শুরু
পঞ্চগড়ে আইনজীবি সহকারীদের মাঝে জেলা জজের কম্বল বিতরণ
আনুশকার সহপাঠীরা বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ডিএনএ টেস্ট দেখতে চাই। এ ঘটনায় বাইরে থেকে যেন কোনো রকম চাপ সৃষ্টি করা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানাই।’
শিক্ষার্থীরা স্লোগানে বলেন, ‘আমরা বিচার দেখতে চাই। ইতোমধ্যে নানা চাপের আলামত দেখা যাচ্ছে, সেসব যাতে না প্রভাব ফেলে সেদিকে সতর্ক থাকতে হবে।’
আনুশকার বাবা আল আমিন আহমেদ বলেন, ‘ধর্ষণে সহযোগীদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।
নিউটার্ন.কম/AR