Home » জাতীয় » দুর্গাপূজায় দাদার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলো ২ ভাই

দুর্গাপূজায় দাদার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলো ২ ভাই

 

নিউজ ডেস্ক, নিউটার্ন.কম
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দুর্গাপূজায় দাদার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- দ্বীপ ঋষিদাস (০৮) ও দীপ্ত ঋষিদাস (০৬)।

শনিবার দুপুরে উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দ্বীপ ঋষি ও দীপ্ত উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের ঋষিপাড়ার সুমন্ত ঋষিদাসের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম সোপান জানান, দুর্গাপূজায় হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে দাদার বাড়িতে বেড়াতে আসে দ্বীপ ও দীপ্ত ।

দুপুরে বাড়ির লোকজনের অজান্তে পাশের পুকুরে গোসল করতে নেমে তারা ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

0 Shares