Home » জাতীয় » দেবীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

দেবীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি
“জীবনের জন্য জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়” এই শ্লোগান নিয়ে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।
প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ তিনটি। এগুলো হলো ওভারস্পিড,ওভারটেকিং ও ওভারলোড। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

7 Shares