আলী জাবেদ মান্না, নবীগঞ্জ :
নবীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে আশীষ ভট্টাচার্য্য (১৬) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২২ মার্চ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়,নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামে অরুন ভট্টাচার্য্যর ছেলে আশীষ ভট্টাচার্য্য ইসলাম ধর্মকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি কটূক্তিমূলক পোস্ট করলে নবীগঞ্জের ধর্মপ্রাণ মানুষ ফেইসবুকের মাধ্যমেই তার প্রতিবাদ জানান। এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে। এব্যাপারে, নবীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। অপ্রাপ্তবয়স্ক (১৬) হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতনের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়। এছাড়া তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে বিশেষ অনুরোধ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম।প