Home » জাতীয় » ধানক্ষেতে ভটভটি উল্টে চালক নিহত!

ধানক্ষেতে ভটভটি উল্টে চালক নিহত!

 

বিরলে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে ভটভটি উল্টে এক চালক নিহত হয়েছে। নিহতের নাম মিলন হোসেন (৩৫)।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিরলে আসার পথে ১০নং রানীপুকুর ইউপির জগতপুর (বটতলা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন সদর উপজেলার মাসিমপুর (মোল্লাপাড়া) গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

জগতপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই রুস্তম আলী জানান, উপজেলার ৮নং ধর্মপুর ইউপির কালিয়াগঞ্জ বাজার থেকে মালামাল নামিয়ে ভটভটি নিয়ে ফিরছিলেন মিলন।

এ সময় বিরলে আসার পথে খালি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।

নিউটার্ন.কম/RJ

16 Shares