Home » জাতীয় » নওগাঁয় ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

নওগাঁয় ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

বাংলাদেশ

 

নিউটার্ন ডেস্ক :

নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।

মঙ্গলবার বেলা দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সের টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধামইরহাট থানার ওসি মো.আব্দুল মমিন জানান।

নিহত সারজিনা খাতুন মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় আহত মহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, মহিদুল ও তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ধামইরহাটের মঙ্গলবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটসাইকেলের ধাক্কা লাগলে সারজিনা ছিটকে পড়েন।

“এ সময় সারজিনার কোমর থেকে পা পর্যন্ত ট্রাকের চাকায় পৃষ্ট হয়। পরে এলাকাবাসী সারজিনা ও মহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সারজিনার মৃত্যু হয়।”

পরে ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক রুবেল হোসেন (৩৩) এবং তার সহকারী মোরাবার হোসেনকে (১৮) আটক করা হয় বলে জানান ওসি মমিন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

0 Shares