Home » জাতীয় » নতুন পিআইও পদায়ন

নতুন পিআইও পদায়ন

 

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচাল মো. নিজামূল কবীরকে প্রধান তথ্য অফিসার (চলতি দায়ত্ব) হিসেবে তথ্য অধিদফতরে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. শাহেনুর মিয়ার স্থলাভিষিক্ত হলেন মো. নিজামূল করীম।
মো. নিজামূল করীম এর আগে গণযোগাযোগ অধিদপ্তরের মহপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ১৩ ব্যাচের একজন কর্মকর্তা। ব্যক্তি জীবনে তিনি যেমন সৎ ও নিষ্ঠাবান তেমনি কর্মজীবনেও দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ।
উল্লেখ্য, প্রজ্ঞাপনের আলোকে মো. শাহেনুর মিয়া একই দফতরে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।–প্রেস বিজ্ঞপ্তি

0 Shares