Home » জাতীয় » নাগরিক সংবর্ধনায় ভুষিত হলেন মুক্তাগাছা পৌরসভার নব নির্বাচিত মেয়র

নাগরিক সংবর্ধনায় ভুষিত হলেন মুক্তাগাছা পৌরসভার নব নির্বাচিত মেয়র

 

খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ : মণ্ডা মিঠায়ের সুপরিচিত মুক্তাগাছা পৌরসভার নবাগত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারকে সংবর্ধনা দেয়া হয়েছে। ।একিই সাথে বিভিন্ন ওয়ার্ডের ৩ জন সংরক্ষিত মহিলা ও ৯ জন পুরুষ কাউন্সিলরকেও নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

আরও পড়ুন :

বেনাপোল পেট্টাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি সচল:শ্রমিকদের মধ্যে প্রানচাঞ্চল্য

দেশে একজনও গৃহহীন থাকবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

 

 

নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আয়োজনে স্থানীয় আরকে মডেল হাই স্কুল প্রাঙ্গণে সম্প্রতি এ নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সাংবাদিক,মাধ্যমিক শিক্ষক সমিতি,প্রাথমিক শিক্ষক সমিতি,সরকারি শহীদ স্মৃতি কলেজ,মহাবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারকে সংবর্ধনা দেয়া হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. বদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইদ্রিস আলী, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, প্রাথমিত শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, অধ্যাপক সেলিম সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি, সাধারণ সম্পাদক লুৎফর হায়দার রাসেল, রবিন সরকার, সেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম, ছাত্রলীগ নেতা শুভ দে, ইমরান,মনিরুজ্জামান বাবু, রকিব, ফাহিম প্রমুখ।

0 Shares