Home » জাতীয় » নাছির উদ্দীন আহমদকে সম্মাননা স্নারক প্রদান!
স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দীন আহমদকে সম্মাননা স্নারক প্রদান।

নাছির উদ্দীন আহমদকে সম্মাননা স্নারক প্রদান!

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দীন আহমদকে স্বাস্থ্য
খাতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয়ে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ মহিউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আ.ন.ম ফারুক, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন রুবেল, কার্যকরী সদস্য কাজী মোহাম্মদ মোস্তফা, রেজাউল করিম বাদল, আবু তোরাব রাসেল, এম.এ হোসাইন বিনয়, মোঃ নূরুজ্জামান জামান, মফিজ উদ্দিন, নূরুজ্জামান সেলিম, নাজিম উদ্দিন সাঈদ উপস্থিত ছিলেন।

নিউটার্ন.কম/RJ

11 Shares