গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে সারাদেশে ধর্ষণ, খুন, নারীর উপর সহিংসতাসহ আইন শৃঙ্খলার চরম অবনতিতে গভীর উদ্বেগ ও এর তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা এমন ভয়াবহ আকার ধারণ করেছে যেখানে কেউ নির্বিগ্নে ঘর থেকে বের হতে সাহস পারছে না। দীর্ঘদিন ধরে বিচারহীনতার কারণে মানুষ আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখতে পারছেন না। অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পুনরায় অপরাধে জড়িত হচ্ছে। ফলে, নারী-শিশুর উপর সহিংসতার দায় সরকার এড়াতে পারে না।
নেতৃবৃন্দ অবিলম্বে নারী-শিশুর উপর সহিংসতা বন্ধে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে সরকারের কাছে জোর দাবি জানান।
-প্রেস বিজ্ঞপ্তি